ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডানের বিদায়, শেষ আটে সাইফের সঙ্গী সেনাবাহিনী
Published : Monday, 6 December, 2021 at 8:31 PM
মোহামেডানের বিদায়, শেষ আটে সাইফের সঙ্গী সেনাবাহিনীস্বাধীনতা কাপের নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে সাইফ স্পোর্টিং গোল করে তাদের স্বপ্নে আঘাত হানে। ম্যাচের শেষ দিকে সাদা-কালোরা সমতায় ফিরলে সমর্থকদের মনে নতুন করে আশা জাগে। কিন্তু শেষরক্ষা হয়নি। ১-১ গোলের ড্রতে স্বাধীনতা কাপের গ্রুপ থেকে আবারও বিদায় নিয়েছে মোহামেডান। বিপরীতে সাইফের সঙ্গে শেষ আট নিশ্চিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ। মোহামেডান ও সেনাবাহিনীর পয়েন্ট ৪ করে, কিন্তু হেড টু হেডের হিসাবে ছিটকে গেছে মোহামেডান। আর শেষ আটে জায়গা করে নিয়েছে সেনাবাহিনী।