বাইউস্টের নবম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
Published : Saturday, 9 October, 2021 at 12:00 AM
বাংলাদেশ
আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর
অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাইউস্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায়
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভাপতি জিওসি, ৩৩ পদাতিক
ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া, মেজর জেনারেল মো: জাহাঙ্গীর
হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সভায় আরো উপস্থিত ছিলেন
উপাচার্য, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডিসি, পিএসসি
(অব:); ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীন ইকবাল, এএফডব্লিউসি, পিএসসি, স্টেশন
কমান্ডার, কুমিল্লা সেনানিবাস; কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, পিএসসি,
জি, কর্ণেল এডমিন, এরিয়া সদর দপ্তর, কুমিল্লা সেনানিবাস; অরুপ চৌধুরী,
এফসিএ; সনজিব কুমার দাশ, এফসিএ; প্রফেসর কর্ণেল মো: মোশাররফ হোসেন (অব:),
কোষাধ্যক্ষ; এস.এম সিরাজুল মুনির, পরিচালক (অর্থ); ড. ফাতেমা জোহরা,
বিভাগীয় প্রধান, ব্যবসা প্রশাসন বিভাগ। সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
পরিকল্পনা ও বাৎসরিক বাজেট বিষয়ে আলোচনা পূর্বক বিভিন্ন গুরুত্বপূর্ণ
সিদ্ধান্ত গৃহীত হয়।