ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদের চিত্র প্রর্দশনী
Published : Friday, 8 October, 2021 at 12:00 AM
পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদের চিত্র প্রর্দশনীপথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদের ১ম বর্ষপূর্তি উপলক্ষে তিনদিন কুমিল্লা শিল্পকলা একাডেমীতে চিত্র প্রদশর্নী  হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী ও চিত্র প্রদশনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসাস ইমাম মজুমদার ফটিক।
পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদের সভাপতি চন্দন দেবরায় এর সভাতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক ও চলচিত্র গবেষক নীতিশষ সাহা, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, সাবেক কালচারাল অফিসার বশির উল আনোয়ার।
পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদ সদস্যদের আঁকা চিত্র নিয়ে এ প্রর্দশনী অনুষ্ঠান আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে। তিনদিন ব্যাপী এ চিত্রপ্রর্দশনী প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।