Published : Friday, 8 October, 2021 at 12:00 AM, Update: 08.10.2021 1:01:15 AM

মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার
মুরাদনগর উপজেলার কুড়াখাল গ্রামে জুম্মার আজান দেয়াকে কেন্দ্র করে মসজিদের
এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় পলাতক আসামি জহির খাঁনকে
(৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে
তাকে গ্রেফতার করা হয়। আটককৃত জহির খান ওই গ্রামের পইরম খাঁনের ছেলে।
পুলিশ
সুত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের
চাঞ্চল্যকর মুসল্লি হানিফ খান হত্যা মামলার এজাহার নামীয় ৪ নাম্বার পলাতক
আসামী জহির খান ব্রাহ্মনবাড়ীয়ার কসবা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের
ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি
টিমের যৌথ অভিযানে বুধবার মধ্যরাতে কসবা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা
হয়। এই মামলায় একনো এজাহার নামীয় আরো ৮জন আসামী এখনো অধরা রয়েছে এবং
এজাহার নামীয় এক নম্বর আসামী শাহিন ভূূইয়া কারাগারে আছে।
বাঙ্গরা বাজার
থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, গোপন তথ্যের
ভিত্তিতে আমরা আসামী জহির খানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শুক্রবার
সকালে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। মামলার তদন্তের স্বার্থে রিমান্ড
আবেদন করা হবে। এই মামলার বাকী আসামীদেরও গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত
আছে।
প্রসঙ্গত: গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার কুড়াখাল বাইতুন নুর জামে
মসজিদে জুম্মার আযান ভেতরে বাহিরে দেয়াকে কেন্দ্র করে রেজভী পন্থীরা
শান্তিপূর্ণ সুন্নী মুসল্লিদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময়
হানিফ খান নামের এক মুসলøি ঘটনাস্থলে নিহত হয় এবং আরো ৭ জন আহত হয়। উক্ত
ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ১০ জনকে আসামী করে মামলা
করেন।