ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে দুর্গাপূজায় শান্তিশৃংখলা বজায় রাখতে পুলিশের মোটর শোভাযাত্রা
Published : Saturday, 9 October, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: হিন্দু ধর্মালম্বীদের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে ৭ অক্টোবর বুড়িচং থানা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজায় আইনশৃংখলা পরিস্থিতি ও পুজামণ্ডপে শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশের মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ও অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মাকসুদ আলমের সার্বিক দিক নির্দেশায় মোটর সাইকেল শোভাযাত্রা করে উপজেলার ৯ ইউনিয়নের উল্লেখযোগ্য সড়ক ও পুজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তারা পুর্জা মণ্ডপে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও গ্রাম পুলিশদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন থানার এসআই বিনোদ দস্তিদার, এসআই মো. নয়ন মিয়া, এসআই মো. আবদুল আজিজ, এসআই মো. মামুন হোসেন, এসআই মোস্তফা আল মামুন, এসআই মহসিন, এসআই আবদুল জব্বার, দেবপুর ফাঁড়ির পুলিম ইনচার্জ এসআই আবদুল্লাহ আল মামুন ও এএসআই অহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ ফোর্সগণ ।