ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জামালদের অনুপ্রেরণা দিয়ে ঢাকায় ফিরছেন কাজী সালাউদ্দিন
Published : Friday, 8 October, 2021 at 9:32 PM
জামালদের অনুপ্রেরণা দিয়ে ঢাকায় ফিরছেন কাজী সালাউদ্দিনসাফ চ্যাম্পিয়নশিপে জামাল ভূঁইয়াদের তিনটি ম্যাচ মালের স্টেডিয়ামে বসেই দেখেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। শ্রীলঙ্কাকে হারানো, ১০ জনের দল নিয়ে ভারতকে রুখে দেয়া-এ পর্যন্ত ভালোই ছিল বাংলাদেশ দলের ফল। তবে যে ম্যাচটি জিতলে ফাইনালমঞ্চে এক পা চলে যেতো, সেই মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় ২-০ গোলে।

কেবল হারই নয়, মাঠের পারফরম্যান্সেও বাংলাদেশ ছিল নতজানু অবস্থায়। ম্যাচটি হেরে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ একটু কঠিনই হয়ে গেলো। বেশ কিছু যদি ও কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের ফাইনাল খেলা। যার প্রধান শর্ত হচ্ছে, শেষ ম্যাচ জিততে হবে নেপালের বিপক্ষে।

মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন নিজের হোটেলে না গিয়ে সোজা চলে যান টিম হোটেলে। হোটেল লবিতেই তিনি দাঁড়িয়ে পড়েন খেলোয়াড় ও কোচদের নিয়ে। এ সময় কাজী সালাউদ্দিনের সঙ্গে ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ।

মিনিট দশেকের ব্রিফিং ছিল বাফুফে সভাপতির, যার পুরোটাই অনুপ্রেরণামূলক। জিতলে ভালো হতো, হেরেছো বলে তো আর হাত-পা গুটিয়ে থাকা যাবে না, শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে-কাজী মো. সালাউদ্দিনের বক্তব্যের সারাংশ ছিল এমন।

জিতলেই হবে না, অন্য ম্যাচগুলোর ফলের ওপরও নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। কাজী মো. সালাউদ্দিন সেদিকে মনসংযোগ দিতে নিষেধ করেছেন খেলোয়াড়দের। বলেছেন, ‘তোমরা তোমাদের ম্যাচটি জিতো, তারপর যা হওয়ার হবে।’

খেলোয়াড়দের অনুপ্রেরণামূলক কথা শুনিয়ে অবশ্য বাফুফে সভাপতি ফিরে আসছেন দেশে। শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী ফ্লাইটে চড়েছেন বাফুফে সভাপতি। কাজী সালাউদ্দিন সাফেরও সভাপতি। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকতে এবং পরের দিন সাফ কংগ্রেসের জন্য আবার মালদ্বীপ যাবেন তিনি।