ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুত ১৬ মন্ডপ
প্রদীপ মজুমদার
Published : Friday, 8 October, 2021 at 9:29 PM
লালমাইয়ে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুত ১৬ মন্ডপকুমিল্লার লালমাই উপজেলায় মহালয়ার মধ্যে দিয়ে  শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুত রয়েছে ১৬টি মন্ডপ। দেবীর প্রতিমার কাজ প্রায় শেষ। উপজেলায় আগামী ১১ অক্টোবর দেবীর আগমনকে ঘিরে কারিগররা তুলি নিয়ে রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন।  

প্রতিমা তৈরির কারিগররা জানান, এক সেট প্রতিমা তৈরি করতে তাদের  সর্বনিম্ন ৮ থেকে ১১ হাজার টাকা খরচ হয়।

প্রতিমা তৈরির জন্য তাদের ৩ থেকে ৪ ভ্যান মাটি লাগে। খড়ের আউর, কাঠ, বাঁশ, দড়ি, পেরেক, সুতা ও ধানের গুড়াসহ বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আর বাকি জিনিসগুলোর জন্য খরচ হয় তাদের ৩-৪ হাজার টাকার মতো।  
লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক বলেন, এ বছর লালমাই উপজেলায় ১৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার বলেন উপজেলায় প্রতিটি পূজা মন্ডপ প্রস্তুত দেবীকে বরণ করার জন্য। মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ। এবার পূজার সকল আয়োজন থাকবে স্বাস্থ্যবিধি মেনে। সামজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে হবে। পাশাপাশি সরকারের দেওয়া সকল নিয়ম মেনে পূজা উদযাপন করতে হবে।

 
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, পূজা মন্ডপগুলোতে আইন শৃঙ্খলাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে। পুলিশ, আনসার সদস্য ও গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে মন্ডপগুলোতে কঠোর নিরাপত্তা দেওয়া হবে ।