চান্দিনা পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নব ঘোষিত কমিটিতে চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. নুরুল ইসলাম মুন্সীকে আহ্বায়ক করা হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে নবগঠিত কমিটির আহ্বায়ক কে সংবর্ধনা প্রদান করেন ১নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাদল ফার্নিচার মার্ট এর স্বত্বাধিকারী মো. বাদল মিয়া, বিএনপি নেতা মো. ওয়াদুদ মিয়া, ১নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন আলম, ছাত্রদল নেতা আবু হানিফ মুন্সি, মো. রুবেল, মো. সেলিম, মো. রহম আলী, গোলাম মোস্তফা প্রমুখ।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর চান্দিনা পৌর যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ভিপি রেজাউল করিম শাহীন।