ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে আপন দুই মামা র‌্যাবের হাতে গ্রেপ্তার
তানভীর দিপু
Published : Thursday, 7 October, 2021 at 3:52 PM
ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে আপন দুই মামা র‌্যাবের হাতে গ্রেপ্তারচাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে কচুয়া থানার দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানার জুনাসার গ্রামের শিপন ও তার সহযোগী মফিজুল। তাদেরকে কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।    
র‌্যাব জানায়, চাঁদপুর জেলার কচুয়া থানার জুনাসার গ্রামের শিপন তার আপন ভাগ্নীকে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে। ওই কিশোরী গর্ভধারণ করলে কিশোরীর মা শিপনের ভাই মফিজুলকে বিষয়টি জানায়। পরে শিপন ও মফিজুল ভুক্তভোগী কিশোরীকে চাঁদপুর থেকে কুমিল্লার লাকসামে একটি ভাড়া বাড়িতে রাখে এবং নানান ঔষধ সেবন করিয়ে কিশোরীর মৃত সন্তান গর্ভপাত করায়। কিশোরীর পরিবারকে এই বিষয়টি কাউকে না জানানো জন্য এবং বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দেয় শিপন ও মফিজুল। ধর্ষণের ঘটনার সুষ্ঠ কোন সামাজিক প্রতিকার না পেয়ে ভুক্তভোগী পরিবারটি র‌্যাব-১১ সিপিসি-২ তে অভিযোগ করে। ঘটনিার তদন্ত করে সত্যতা পেয়ে র‌্যাব ধর্ষণের অভিযোগে শিপন ও মফিজুলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চাঁদপুর কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।