
শুধু প্লে-অফের টিকিট নয়, শীর্ষ দুইয়ে থাকাও প্রায় নিশ্চিত চেন্নাই সুপার কিংসের। তবে এতো সুবিধাজনক অবস্থায় নেই পাঞ্জাব কিংস। সেরা চারের টিকিট পেতে তাদের সামনে রয়েছে একগাদা কঠিন সমীকরণ। সবার আগে প্রয়োজন নিজেদের শেষ ম্যাচে জয় লাভ করা।
সেই মিশনেই আজ চেন্নাইয়ের মুখোমুখি পাঞ্জাব। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে হারলেই বিদায় পাঞ্জাবের। অন্যদিকে শুধু জিতলেই হবে না, পাঞ্জাবের তাকিয়ে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের দিকেও।
এমন কঠিন সমীকরণের ম্যাচে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে পাঞ্জাব। বাঁহাতি ব্যাটার নিকোলাস পুরানের জায়গায় তারা নিয়েছে অলরাউন্ডার ক্রিস জর্ডানকে। অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে চেন্নাই।
পাঞ্জাব কিংস একাদশ
লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, এইডেন মার্করাম, ক্রিস জর্ডান, শাহরুখ খান, হারপ্রিত ব্রার, সরফরাজ খান, ময়সেস হেনরিকস, মোহাম্মদ শামি, রবি বিষ্ণুই, আর্শদীপ সিং।
চেন্নাই সুপার কিংস একাদশ
রুতুরাজ গাইকদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জশ হ্যাজলউড।