ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক মাসে ২০৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কুমিল্লায়
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM, Update: 07.10.2021 1:13:56 AM
এক মাসে ২০৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কুমিল্লায়মাসুদ আলম।।
কুমিল্লায় হত্যা, মাদক, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২০৬ আগামীকে গ্রেফতার করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে কুমিল্লা এবং জেলার বাহিরে ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, ফেনী ও গাজীপুরসহ দেশ ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে এ আসামীদের গ্রেফতার করে পুলিশ।   
বিগত বছরে গড়ে মাসিক ৮২টি সাজা পরোয়ানা নিষ্পত্তির বিপরীতে গত এক মাসে (সেপ্টেম্বর ২০২১) সাজা প্রাপ্ত আসামী গ্রেফতারে রেকর্ড সৃষ্টি করেছে কুমিল্লা জেলা পুলিশ। এটি পুলিশের একটি অভূতপুর্ব সাফল্য অর্জন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, মাদক, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যাক্তিদের আদালত বিভিন্ন ধরনের সাজা প্রদান করেন। আইনের শাসন প্রতিষ্ঠায় সাজাপ্রাপ্তদের সাজা নিশ্চিত করা প্রয়োজনে পুলিশ এসকল সাজাপ্রাপ্তদের আটকের বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করে। এরই
ধারাবাহিকতায় ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, ফেনী ও গাজীপুরসহ দেশ ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেন। পৃথক ওইসকল অভিযানে গত এক মাসে রেকর্ড সংখ্যক ২০৬ জন ডাকাতি, মাদক ও খুনসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে জেলা পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে প্রথমে  ওয়ারেন্ট প্রোফাইলিং করার মাধ্যমে আধুনিক ডাটাবেজ তৈরির পর এর উপর ভিত্তি করে
কৌশলগত অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া সাজাপ্রাপ্ত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার
জন্য কম্পোজিট ফোর্স ম্যানেজমেন্ট করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট থানা, ডিবিসহ বিশেষায়িত টিমগুলো
একযোগে কাজ করেছে।
তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত অপরাধীদের সমাজে মুক্ত হয়ে ঘুরে বেড়ানো প্রতিহত করে তাদের দ্রুত আইনেরআওতায় নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞ কুমিল্লা জেলা পুলিশ।