মো. হাবিবুর রহমানঃ
কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল গ্রামে সরকারি পুকুর ও
হালট ভরাট করার অপরাধে ৩ ভূমিখেকোকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান।
সূত্র জানায়, শ্রীকাইল গ্রামের
একটি সরকারি খাস পুকুর ও সরকারি হালট ভেকু দিয়ে ভরাট করছেন একই গ্রামের মৃত
মমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ শামীম (৩৮)। বিষয়টি জানতে পেরে সহকারী
কমিশনার (ভূমি) সাকিব হাসান খান রোববার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোহাম্মদ শামীমকে ৩ মাসের বিনাশ্রম
কারাদন্ড প্রদান করেন। একই সময়ে আনারুল ইসলামের ছেলে নুর আমিন (২৮) ও আনছর
আলীর ছেলে বরকত উল্লাহকে (৩০) দেড় লাখ করে ৩ লাখ টাকা জরিমানা করেন।
অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের ৩ জনকেই বাঙ্গরা
বাজার থানা পুলিশের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে।
খোঁজ
নিয়ে জানা যায়, সাজাপ্রাপ্ত মোহাম্মদ শামীম ওই গ্রামের সাইদুর রহমান হত্যা
মামলার চার্জশীটভূক্ত প্রধান আসামী। ঐ মামলায় দীর্ঘদিন সে কারাগারে ছিল।
জামিনে এসে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাঁর অত্যাচার নির্যাতনে
ক্ষত বিক্ষত এলাকার মানুষ প্রতিবাদ করতো দূরের কথা ভয়েও মুখ খুলতে সাহস
পেতো না।
ভ্রাম্যমান আদালতের এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী
কমিশনার (ভূমি) সাকিব হাসান খান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, অবৈধ ভাবে
সরকারি পুকুর ও হালট ভরাট করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০
(সংশোধিত-২০২৩) অনুযায়ী মুল মালিককে ৩ মাস ও অপর দু’জনকে দেড় লাখ করে ৩ লাখ
টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া
হয়।