শুক্রবার ২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
দাউদকান্দির কাটারা পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ৯:৩৫ পিএম |

দাউদকান্দির কাটারা পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

দাউদকান্দির দক্ষিণ কাটারাপাড়া বাইতুন নূর জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

পহেলা মে বৃহস্পতিবার স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  প্রশাসনিক কর্মকর্তা আক্তার হোসেন তালুকদারের ব্যবস্থাপনায় আলহাজ্ব মোসলেম উদ্দিন প্রধানের সহধর্মীর আত্মার মাগফেরাত কামনায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার, মোঃ সাইফুল পাটোয়ারী। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। 

এই আয়োজনে প্রান্তিক পর্যায়ে রোগীরা উপকৃত হবে ‌বলে অনুষ্ঠানে আগত অতিথিরা প্রশংসা করেন।
মেডিকেল ক্যাম্পে সেবা প্রত্যাশীদের বিনামূল্যে ঔষধ সহ ছিল চক্ষু চিকিৎসা সেবাও। চিকিৎসা সেবা প্রদান করতে উপস্থিত ছিলেন ঢাকা, কুমিল্লা ও দাউদকান্দি উপজেলার বিশেষজ্ঞ ডাক্তারগণ।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে এমন আয়োজন চিকিৎসা সেবা দিতে পেরে আনন্দিত বোধ করছেন চিকিৎসকরা।
অপরদিকে অভিজ্ঞ সকল চিকিৎসক নিজের আঙ্গিনায় পাওয়ায় খুশি চিকিৎসা সেবা নিতে আসা লোকজন।

আয়োজক আক্তার হোসেন তালুকদার জানান প্রতিটি ইউনিয়নে এমন এক একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করার ইচ্ছা আছে তার।












সর্বশেষ সংবাদ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা
মে দিবসে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের র‍্যালী
কুমিল্লায় বর যাত্রীর খাবার চুরি : বর ও কনে পক্ষের মধ্যে ''তুলকালাম কাণ্ড''
জিআই স্বীকৃতি পেয়েছে কুমিল্লার খাদি
দাবানলে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এখনো পুড়ছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বকশিস নিয়ে সহকর্মীকে হত্যা,আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড
বুড়িচংয়ে আ.লীগের নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
হাজী ইয়াছিন এমপি হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন - অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
১০ মামলায় পরোয়ানাভুক্ত বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জাহের গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২