শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
খেলোয়াড়দের সমস্যা সমাধানের আশ্বাস প্রধান উপদেষ্টার
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১২:২৩ এএম |




আজ সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনে নারী ফুটবল দলের সদস্যরা তাদের স্বপ্ন এবং তাদের দৈনন্দিন সংগ্রামের কথা তুলে ধরেছেন।
প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের কথা মনোযোগসহকারে শুনেছেন এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিয়েছেন।
বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘এই সাফল্য অর্জন করার জন্য আমি সমগ্র জাতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই।
জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়। আপনারা আমাদের সেই সাফল্য এনে দিয়েছেন।’
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সংবর্ধনা আয়োজন করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেরা সম্মানিত বোধ করেছেন বলেও জানান তিনি। সাবিনা বলেন, ‘অনেক বাধা অতিক্রম করে আমরা এই পর্যায়ে এসেছি। শুধু নারী ফুটবল দলই নয়, বাংলাদেশের নারীরা অনেক সংগ্রামের মুখোমুখি হয়’- এ সময় কয়েকজন সতীর্থের সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই স্ট্রাইকার। উইঙ্গার কৃষ্ণা রানী সরকার তার বক্তব্যে ঢাকায় তাদের আবাসনের বিষয়টি তুলে ধরেন। কৃষ্ণা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন এশিয়ার বাইরে তাদের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে; বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ বিজয়ী বার্সেলোনার বিপক্ষে।
প্রধান উপদেষ্টা প্রতিটি খেলোয়াড়কে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনারা যা খুশি লিখতে দ্বিধা করবেন না। আমরা আপনার দাবি পূরণ করার চেষ্টা করব। এখন যদি কিছু সুরাহা করা যায় তবে আমরা এখনই তা করব।
প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের উৎসাহিত করেন, যেন বিজয়ের এই ধারা অব্যাহত থাকে।
















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২