আজ
সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার
সামনে নারী ফুটবল দলের সদস্যরা তাদের স্বপ্ন এবং তাদের দৈনন্দিন সংগ্রামের
কথা তুলে ধরেছেন।
প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের কথা মনোযোগসহকারে শুনেছেন এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিয়েছেন।
বক্তব্যের
শুরুতে প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘এই সাফল্য অর্জন করার
জন্য আমি সমগ্র জাতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই।
জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়। আপনারা আমাদের সেই সাফল্য এনে দিয়েছেন।’
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সংবর্ধনা আয়োজন করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
সংবর্ধনা
অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেরা সম্মানিত বোধ করেছেন বলেও জানান তিনি।
সাবিনা বলেন, ‘অনেক বাধা অতিক্রম করে আমরা এই পর্যায়ে এসেছি। শুধু নারী
ফুটবল দলই নয়, বাংলাদেশের নারীরা অনেক সংগ্রামের মুখোমুখি হয়’- এ সময়
কয়েকজন সতীর্থের সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই
স্ট্রাইকার। উইঙ্গার কৃষ্ণা রানী সরকার তার বক্তব্যে ঢাকায় তাদের আবাসনের
বিষয়টি তুলে ধরেন। কৃষ্ণা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন এশিয়ার বাইরে
তাদের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে; বিশেষ করে ইউরোপিয়ান
চ্যাম্পিয়নস লিগ বিজয়ী বার্সেলোনার বিপক্ষে।
প্রধান উপদেষ্টা প্রতিটি
খেলোয়াড়কে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। অধ্যাপক ইউনূস বলেন,
‘আপনারা যা খুশি লিখতে দ্বিধা করবেন না। আমরা আপনার দাবি পূরণ করার চেষ্টা
করব। এখন যদি কিছু সুরাহা করা যায় তবে আমরা এখনই তা করব।
প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের উৎসাহিত করেন, যেন বিজয়ের এই ধারা অব্যাহত থাকে।