মেলবোর্ন
টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের লড়াইয়ের শেষ আশাটুকুও শেষ
হয়ে যায় যশস্বী জয়সওয়াল উইকেটের পেছনে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার পর।
ভারতীয় তরুণ ওপেনারকে আউটের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে রাতারাতি তুমুল চর্চায়
ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ।
যাকে অনেকে চেনে সৈকত নামেও।
আম্পায়ার হিসেবে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে
যাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। সঠিক সিদ্ধান্তের নিরিখে
প্রশংসিতও হচ্ছেন। তবে মেলবোর্ন টেস্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে জয়সওয়ালকে
আউট দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ক্ষুব্ধ ভারতীয়দের কেউ কেউ। অবশ্য দেশটির অনেক
সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আবার প্রশংসাও করছেন।
সোশ্যাল মিডিয়া
এক্স-এ রীতিমতো আলোচনায় সৈকত। দেশটির মিডিয়াতেও ‘কে এই শরফুদ্দৌলা সৈকত’
শিরোনামে প্রতিবেদন করতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে মিশ্র একটা অভিজ্ঞতার
মুখোমুখিই হলেন এলিট প্যানেলের এই ম্যাচ অফিসিয়াল।