রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
শান্তর নেতৃত্বেই আফগানিস্তান সিরিজে বাংলাদেশ, ওয়ানডেতে প্রথমবার নাহিদ
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১২:২৩ এএম |






নাজমুল হোসেন শান্তর তিন সংস্করণের নেতৃত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও, তাকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল দিয়েছে বিসিবি। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা।
সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের সিরিজের জন্য শুক্রবার রাতে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
অসুস্থতার কারণে দলে বিবেচনা করা হয়নি লিটন কুমার দাসকে, নেই সাকিব আল হাসানও। ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান জাকির হাসান।
নিরাপত্তা ঝুঁকিতে দেশে ফিরতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারেননি সাকিব। ওই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি।
গত বুধবার বোর্ড সভার আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ‘অ্যাভেইলঅ্যাবল’ আছেন সাকিব। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার বোর্ড প্রধান বলেন, এই সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা খুব কম।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে সংস্করণে খেলেছে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই সিরিজের শেষ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। ওই সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন তানজিম হাসান। কাঁধের চোটের কারণে বাইরে আছেন এই পেসার।
দলে ডাক পাওয়া ২২ বছর বয়সী নাহিদ এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন পাঁচটি টেস্ট। ১০ টি লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ২৬ উইকেট।
দুই ভাগে ভাগ হয়ে শনি ও রোববার আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর হবে তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২