কুমিল্লার
দেবিদ্বারে রাতের আঁধারে দুই বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে
দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলারা রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামে এ
ঘটনা ঘটে। ভুক্তভোগী দেবিদ্বার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে
জানিয়েছেন।
ভুক্তভোগী মো. কাইয়ুমের বড় ভাই মো. জাহাঙ্গীর আলম অভিযোগ
করে বলেন, আমার ছোট ভাই একজন প্রবাসী। তার ক্রয়কৃত জমির দুটি বাগানে প্রায়
দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। গত সোমবার
রাতে কে বা কারা বাগানের শতাধিক গাছের চারা নিচের দিকে কেটে ফেলে
দুবৃর্ত্তরা। আজ গাছ কাটছে অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে এমন ভয়ে আমার
পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তিনি আরও বলেন, কারও সাথে
আমাদের কোন শত্রুতা নেই।
স্থানীয় বাসিন্দা জুয়েল ভূঁইয়া বলেন, নিজের
জমিতে গাছ লাগালেও প্রতিহিংসা বসত রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে ফেলে
এটি অত্যান্ত দু:খজনক। তাঁর বাগানের একাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলায়
দুর্বৃত্তদের শাস্তি ও বিচারের দাবি করছি।
এ বিষয়ে দেবিদ্বার থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো.খালিদ সাইফুল্লাহ জানান, গাছ কাটার বিষয়টি খুবই
দু:খজনক। ভুক্তভোগীরা যদি লিখিত অভিযোগ দেয় তাহলে দোষীদের খুঁজে বের করে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।