প্রথম সেট জিতে এগিয়ে গেলেন আব্দুর রহমান আলিফ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেন চাইনিজ তাইপের হুয়াং লি-চেং। তৃতীয় সেট ড্র। পরের দুই সেটেও আলাদা করা গেল না দুজনকে। হাড্ডহাড্ডি লড়াইয়ের পর এক শটের লড়াইয়ে হেরে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-২১ বিভাগের রিকার্ভ এককে রুপা পেলেন আলিফ।
চাইনিজ তাইপেতে সোমবার ফাইনালে আলিফ হেরে যান ৬-৫ সেট পয়েন্টে। পাঁচ সেটে গড়ানো লড়াই শেষ হয়েছিল ২৮-২৭, ২৬-২৭, ২৮-২৮, ২৮-২৯ ও ২৭-২৩ ব্যবধানে; অর্থাৎ ৫-৫ পয়েন্টের সমতায়।
পদক নির্ধারণী শটে ১০ স্কোর গড়েন লি-চেং। আলিফ স্কোর করেন ৯। তাতে বাংলাদেশের এই তরুণ আর্চারের সোনা জয়ের আশা যায় গুঁড়িয়ে।
এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পেয়েছিলেন আলিফ। সেরা ৩২-এ ৬-০ সেটে তাজিকিস্তানের গনিভ আব্দুমালিককে উড়িয়ে দেন তিনি।
এরপর ৬-৪ সেটে কাজাখস্তানের মাগজানভ ভ্লাদিস্লাভকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা আলিফ শেষ চারে স্বাগতিক দেশ চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের বিপক্ষে জিতেন ৬-২ ব্যবধানে।
দাপুটে পারফরম্যান্সে সেমি-ফাইনালের বৈতরণী পার হন আলিফ। ইরানের প্রতিযোগী গোলসানি মোহাম্মদ হোসেইনকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ওঠেন ফাইনালে। কিন্তু শেষ ধাপে এসে আশা জাগিয়েও প্রাপ্তির চূড়ায় পৌঁছাতে পারলেন না আলিফ।