বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত রুট-স্টোকস
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩:৫৮ পিএম |

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত রুট-স্টোকসআগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও টুর্নামেন্টটি আদৌ পাকিস্তানে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে টুর্নামেন্টটিতে খেলা নিয়েই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার জো রুট এবং বেন স্টোকস।
চলতি বছর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি রুট এবং স্টোকস। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটের বাইরে তারা। গত আগস্টে ইংল্যান্ডের নির্বাচক ও সাবেক অলরাউন্ডার লুক রাইট বলেছিলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সবচেয়ে শক্তিশালী দলটিকেই পেতে চান এবং সীমিত ওভারের দলের বাইরে থাকা স্টোকস ও রুটকে তারা তখন জোর দিয়েই বিবেচনা করবেন।

এর আগে স্টোকস গত সেপ্টেম্বরে বলেছিলেন, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের কোচের দায়িত্ব নিতে যাওয়া ব্রেন্ডন ম্যাককালাম (বর্তমানে টেস্ট কোচ) যদি প্রয়োজন মনে করেন, তবে এই ফরম্যাটে জাতীয় দলে ফিরতে আপত্তি নেই তার। রুট অবশ্য ফেরার ব্যাপারে কিছুই জানাননি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। তিন মাস বাকি থাকা এই টুর্নামেন্টের আগে এই ফরম্যাটে আর কোন ম্যাচ নেই ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে রুট এবং স্টোকসের ওয়ানডে দলে ফেরার নিশ্চয়তা দিতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

বাটলার বলেন, 'আমি ঠিক জানি না। অবশ্যই ব্রেন্ডন ম্যাককালাম তিন সংস্করণের দায়িত্বে আসছেন এবং ছেলেদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে আগামী কয়েক সপ্তাহে আলোচনার বিষয় এটি। এখানে ছেলেরা সত্যিই ভালো খেলছে। এমন কিছু খেলোয়াড় আছে, যারা এখানে (ওয়েস্ট ইন্ডিজে) নেই, যাদের সাদা বলের দলে থাকার আকাঙ্ক্ষা আছে। সত্যিই রোমাঞ্চকর ব্যাপার।'

এর আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। পরবর্তীতে ২০২৩ সালে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২