বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
‘ভারত আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে’
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১ এএম |



 


 

 

 

দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে রোববার ভারত সফরে যাবে বাংলাদেশ। যদিও এই সফরকে ভালোভাবে গ্রহণ করছে না ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা কানপুরে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে হামলা করার ঘোষণা দিয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) তারা এই ম্যাচ ও সিরিজ বাতিল করতে বলেছে। নতুবা তারা এর বিরোধিতা করবে।

বিষয়টি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ভারতও প্রথমে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করার কথা ভাবছিল। কিন্তু পরবর্তীতে তারা ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টি জানায়।

নিরাপত্তার বিষয় নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায়ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহর কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সেখানে জয় বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টি আরও একবার নিশ্চিত করেন।

এ বিষয়ে বিসিবির নতুন সভাপতি বলেন, ‘হ্যাঁ, আমি জয় শাহর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তিনি আমাদের দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এটা যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ সেহেতু নিরাপত্তার নিশ্চিত করার বিষয়টি বহুদলীয় বৈশ্বিক ইভেন্টের চেয়ে সহজ। বিসিসিআই আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। পাশাপাশি তাদের বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে আমরা সন্তুষ্ট। আমাদের দল দুই-একদিনের মধ্যেই চেন্নাইর উদ্দেশ্যে উড়াল দিবে। আমাদের পক্ষ থেকে অধিকতর নিরাপত্তার জন্য কাউকে পাঠানোর পরিকল্পনা করছি না।’

 












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২