রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় প্রলয়ংকরী বন্যা
অধ্যাপক ডা: মোসলেহউদ্দিনআহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:২২ এএম |

 কুমিল্লায় প্রলয়ংকরী বন্যা

জুলাই-এ জলবায়ুপরিবর্তনে এখনবৃষ্টি ৫৪০ মিমি: পর্যন্ত হয়। আগষ্টেএকটুকমেযায়কিন্তু তাও ৫৬০ থেকে ৫৭০ মিমি:।  এখনহচ্ছেবৃষ্টি যেটাহয়েছে সেটা এই মাত্রার চেয়েও কম, প্লাবন যেটা ঘটেছে মেঘালয়ত্রিপুরারউজানে যে বাঁধ দেয়া হয়েছে সেখানেপানিজমেছেএবং যেভাবেই হোক সেটা খোলে গেছে কিন্তু সর্বনাশটাহয়েছেবাংলাদেশেরএবংমরারউপরেখারারখারমতএকটিপরিবেশসৃষ্টিহয়েছেকুমিল্লায়।  নদীনালা যেভাবে থাকারকথাছিল সেগুলো সেভাবেনাই, এক ধরনের দখল দোষনেওতাআবার সে পানিনিষ্কাশনেরব্যবস্থা কমেএসেছে। জলবায়ুরপরিবর্তনে আরও বেশিপানিআসবেকিন্তু আমাদেরনাব্যতারধারাবর্ধিতকরতেহবে অর্থাৎআরওগভীরকরাতেওআমাদের কোনঅসুবিধাহওয়াউচিতনয়। এটাআমাদেরএকটি চরম ব্যর্থতা। এলজিইডি থেকে হাজারওরাস্তাঘাট তৈরীহয়ে গেছে যাপ্রকৃতিকভাবে দেশেরপ্রয়োজনছিলকিন্তু সেগুলাকরতেপানিরপ্রাকৃতিক ড্রেনেজেরউপরচিন্তাকরা হয় নাই। 
কুমিল্লা জেলারউত্তরেসালদানদী ও দক্ষিনে গোমতীনদীর ভাঙ্গনের ফলেবুড়িচং ও ব্রাহ্মণপাড়াউপজেলারপ্রায় ১৫০টি গ্রামবন্যায়আক্রান্ত। বাড়ীগুলের ভিটেমাটিরপ্রায়ঘরের ছাদেরউপরেপানি। অনেকসাহায্য কেন্দ্র খোলাহয়েছে। সহৃদয় ও সহায়কমানুষ ও সংস্থাগুলোত্রাণপাঠানোআরম্ভ করেছে। কিন্তু দূরবর্তীএলাকাগুলোতে সেগুলি পৌছেছেনা। নৌকাবা স্পীডবোটনাহলে দুর্গমএলাকায় পৌছানো সম্ভব নয়। অনেকেআবারত্রাণসামগ্রীনিয়েযাচ্ছেনতবেতা এ মূহূর্তে গ্রহণযোগ্য হলেও সঙ্গে সঙ্গেব্যবহারকরা সম্ভব হচ্ছেনা। তাই সঙ্গে সঙ্গেপ্রস্তুত খাবার যেমনচিড়া, মুড়ি, গুর, চিনি, বিস্কুট, পাউরুটিজাতীয়খাবার সঙ্গে সঙ্গে খেতে পারে। চালডাল দেয়া হচ্ছে সেটাওভালকিন্তু এ মুহূর্তে পাককরেতাভক্ষণকরা সম্ভব নয়। পানীয়পানিরবড়ইঅভাব। তাইপানির বোতল সঙ্গে সরবরাহকরাহলেতাৎক্ষনিকতাক্ষতিগ্রস্থরা পানকরে তৃষ্ণানিবারনকরতেপারে। সঙ্গে ২/৪ ব্যাগখাওয়ারস্যালাইনসরবরাহকরা যেতেপারে। কারণঅনেকেরইডাইরিয়ায়আক্রান্তহওয়ার সম্ভাবনা থাকে। তাদেরজন্য চিড়া, গুড় এবংখাওয়ারস্যালাইনঔষধহিসাবে গন্য। অনেক স্থানেইবিদ্যুৎসংযোগবিচ্ছিন্নহয়েআছেতাইএকটিদিয়াশলাই ও ২/৪টি মোমবাতিসরবরাহকরলেতাবন্যার্তদেরপ্রচুরসহায়কহবে।
গ্রামের স্কুল, কলেজের ছাদে বন্যার্তদেরজন্য ক্যাম্পখুলে সেখানেখিচুড়ি, ডিম, সম্ভব হলেমাছ ও মাংসসরবরাহকরাউচিত। ক্যাম্পে যারাবসবাসকরবেতাদেরখাবারএখান থেকে সরবরাহকরাযাবে। বানবাসীহিসাবেযারানিজেদেরবাড়ীতে অবস্থানকরছেতাদেরকেপাককরাখাবারসরবরাহকরাযাবে। তবেতাদেরচিকিৎসারব্যাপারে মেডিকেলটিমসরকারীভাবেযাপাঠানোতাঅত্যন্তঅপ্রতুল। তাই বেসরকারী মেডিকেলকলেজ ও প্রাইভেটহাসপাতালসমূহহতে মেডিকেলটিমপাঠিয়েতাঅনেকটাইসহায়তাকরছেবলেমনে হয়। তবেঔষধসরবরাহেরব্যাপারে টেট্টাসাইক্লিন, প্যারাসিটামল, এন্টিহিষ্টামিন, ওআরএস ও পানির বোতলঅবশ্যই মেডিকেলটিমসরবাহেরব্যবস্থা করবেন। প্রতি ২টা গ্রামেরজন্য একটি মেডিকেলটীমেরপ্রয়োজন। সরকারীভাবে এই প্রয়োজনীয় মেডিকেলটীমপরিচালনার দায়িত্বে থাকিবেনসিভিলসার্জনএবং ১৫০টি গ্রামবন্যার্ত হলে ৭৫টি মেডিকেলটীমগঠনকরতেহবে। একজন মেডিকেলঅফিসার সম্ভব নাহলেএকজন মেডিকেলএসিসটেন্টদিয়েহলেও মেডিকেলটীমসাজাতেহবে। তাহলে সম্ভব প্রত্যেকদ্বারেদ্বারেচিকিৎসা পৌছে দেয়া। কাপড় চোপর ও ঘর তৈরির তৈজসপত্রএখনসরবরাহেরপ্রয়োজননাইএখনসবচেয়ে বেশিপ্রয়োজনখাদ্য এবংতারপরচিকিৎসা শেষেকাপড় চোপরএবংসবশেষে ঘর মেরামত ও তৈরির তৈজসপত্রসরবরাহ।
আমাদেরজাতীয় দায়িত্ব হচ্ছেবন্যারপানিসাগরে ফেলারজন্য খালনদীরনাব্যতাবাড়ানোযারজন্য নদীখালবিল দখলকারীদেরও উচ্ছেদ সমভাবেপ্রযোজ্য এবংপানিরযাতায়াতসুবিধারজন্য পানির ড্রেনেজনিশ্চিতকরেএলজিইডিসড়কগুলিতেপ্রয়োজনীয়কালভার্ট সৃষ্টিকরা। যেভাবেসরকারসাহায্য সংস্থা ও উৎসাহীজনগনসাহায্য সহায়তায়এগিয়েআসছেবলে দেখাযায়, মনে হয় এ প্রলয়উৎরিয়ে উঠতে আমাদের বেশীসময়লাগবেনা, এটাইঅভিজ্ঞমহলেরবিশ্বাস। 
লেখক: প্রাক্তন অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেলকলেজ












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২