শনিবার ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২
‘এ’ দলের পাকিস্তান সফর মোসাদ্দেক-সৌম্যদের জন্য বড় সুযোগ: রাজ্জাক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:৩৭ এএম |



 

 

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের জন্য তিনটি ভিন্ন দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ‘এ’ দল। চার দিনের দুই ম্যাচের জন্য আলাদা দল হলেও ওয়ানডে সিরিজের তিন ম্যাচের জন্য একটি স্কোয়াডই দিয়েছে বোর্ড।

‘এ’ দলটি গঠন করা হয়েছে সব পর্যায়ের ক্রিকেটারদের রেখে। অস্ট্রেলিয়ায় এইচপি দলে থাকা তরুণ ক্রিকেটারদের পাশাপাশি রাখা হয়েছে মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে, আছেন ক্যারিয়ারের মাঝপথে থাকা মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকারের মতো ক্রিকেটারও।সবকিছু মিলিয়ে তরুণদের পাশাপাশি মোসাদ্দেক-সৌম্যদের জন্য এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (৩০ জুলাই) চট্টগ্রামের সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই নির্বাচক।  

‘আসলে পারফরম্যান্স দেখা হয়েছে, কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার। যেহেতু আমাদের এক সঙ্গে কয়েকটা খেলা পাওয়া যাচ্ছে ‘এ’ টিমের জন্য, আসলে এটা আমদের প্লেয়ারদের জন্য বড় সুযোগ। যেমন তরুণদের জন্য, তেমন যারা মাঝপথে আছে তাদেরও অনুশীলনের দরকার, সেসব ক্রিকেটারদের জন্য।’  

আগামী ৬ অগাস্ট ‘এ’ দলের দেশ ছাড়ার কথা রয়েছে। ইসলামাবাদে ১০ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

চার দিনের ম্যাচ শেষে ২৩, ২৫ ও ২৭ আগস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচগুলোও হবে ইসলামাবাদে।

পাকিস্তান সফরের আগে ‘এ’ দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের মাঝ থেকে চট্টগ্রামে চলছে প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন শেষে এখন নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছেন। এ ছাড়া এইচপির অস্ট্রেলিয়া সফরে চার দিনের ম্যাচ শেষ হলেও বাকি আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

রাজ্জাক বলেন, ‘এইচপি আমাদের মিক্সড-আপ টিম। ওখান (এইচপি) থেকেও কিছু ক্রিকেটার আমাদের এখানে আছে। এরকম না যে ওখানে যারা আছে তারা ওখানেই আছে।’

 

 

 












সর্বশেষ সংবাদ
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
মহানগর আ.লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২