শনিবার ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২
ছোটদের আবাহনী চ্যাম্পিয়ন
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১২:০০ এএম |

 ছোটদের আবাহনী চ্যাম্পিয়ন

বাফুফে আয়োজিত অ-১৮ লিগে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১-০ গোলে জিতে শিরোপা নিশ্চিত। নয় দলের লিগে আবাহনী টানা সাত জয়ে ২১ পয়েন্ট অর্জন করেছে। আবাহনীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফর্টিজ এফসি সমান ম্যাচে ১৬ পয়েন্ট। ফলে আবাহনী শেষ ম্যাচে হারলেও প্রথম স্থান হারানোর কোনো সুযোগ নেই। 
ঢাকা আবাহনীর জুনিয়র দল গত রাউন্ডে শিরোপা উদযাপন করতে পারত। রহমতগঞ্জ ফর্টিজ এফসিকে রুখে দিলেও আবাহনী প্রথমবারের মতো জুনিয়র লিগের চ্যাম্পিয়ন হতো। ফর্টিজ ৩-০ গোলে রহমতগঞ্জকে হারানোয় আবাহনীর শিরোপা উদযাপন একটু বিলম্ব হয়। আজ সপ্তম ম্যাচে জিতেই আবাহনী প্রথমবারের মতো এই ট্রফি নিজেদের ঘরে নিল। 
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬ বার শিরোপা জয়ের কৃতিত্ব দলটির। ২০১৮ সালে বসুন্ধরা কিংস প্রিমিয়ার ফুটবলে আসার পর অবশ্য আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। সিনিয়র পর্যায়ে বসুন্ধরা কিংস দাপট দেখালেও জুনিয়র লিগে কিংস এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। আবাহনী সিনিয়র লিগে ব্যর্থ হলেও জুনিয়র লিগে কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে খানিকটা সান্ত¡নার জায়গা পেয়েছে। 
এশিয়ান ফুটবল কনফেডারেশনের গাইডলাইন অনুযায়ী প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জুনিয়র দল থাকা বাধ্যতামূলক। বাংলাদেশে ক্লাবে যেমন এই চর্চা নেই ফেডারেশনও ক্লাবগুলোর জন্য জুনিয়র প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে পারে না। তাই এই পর্যায় থেকে তেমন ফুটবলার উঠে আসে না। ক্লাবগুলো শাস্তি এড়াতে নামকওয়াস্তে অংশগ্রহণ করে। তবে এবার ঢাকা আবাহনী এই জুনিয়র লিগে বেশ পরিকল্পিতভাবেই অংশ নিয়েছে। সেই পরিকল্পনার ফসলও পেয়েছে।












সর্বশেষ সংবাদ
মহানগর আ.লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫
কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ায় ভূমি সহকারী কর্মকর্তাসহ বরখাস্ত ২
চৌদ্দগ্রামে যুবলীগ ক্যাডারসহ আটক ৩, অস্ত্র-মাদক উদ্ধার
কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
এস.কে. ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিডি’র হজ্জদোয়া ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশের ঝোপঝাড় পরিষ্কার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২