শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
চ্যাম্পিয়ন্স লিগ
ফাইনালে রেয়ালের গোলরক্ষক কোর্তোয়া
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ১২:২৭ এএম |

 

প্রশ্ন আর আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে মিলল উত্তর। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রেয়াল মাদ্রিদের গোলবার সামলাবেন থিবো কোর্তোয়া, নিশ্চিত করে দিলেন কোচ কার্লো আনচেলত্তি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার শিরোপা লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রেয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
কোর্তোয়া নাকি আন্দ্রি লুনিন- ফাইনালে রেয়ালের গোলপোস্ট সামলাবেন কে, আলোচনাটা হচ্ছিল প্রবলভাবেই। রেয়ালে অনেকটা সময় ধরে মূলত রিজার্ভ গোলরক্ষক ছিলেন লুনিন। তবে এই মৌসুম শুরুর আগে গুরুতর চোটে কোর্তোয়া লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার পর দলের মূল ভরসা হয়ে ওঠেন তিনি। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ নৈপুণ্য দেখান ইউক্রেইনের এই গোলরক্ষক।
তবে চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরে লা লিগায় চারটি ম্যাচ খেলেন কোর্তোয়া। সেখানে বেশ ভালোও করেন এই বেলজিয়ান তারকা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার লড়াইয়েও আলোচনায় উঠে আসেন তিনি।
শেষ পর্যন্ত অভিজ্ঞ এই গোলরক্ষককেই ফাইনালের জন্য বেছে নিলেন আনচেলত্তি। রেয়াল কোচের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে মূলত লুনিনের অসুস্থতার কারণে।
ভাইরাসজনিত জ্বরের কারণে ফাইনালের আগে কয়েক দিন অনুশীলন করতে পারেননি লুনিন। গোটা দল বৃহস্পতিবার লন্ডনে এলেও দলের সঙ্গে আসতে পারেননি তিনি। শুক্রবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, ফাইনালের দিন দলের সঙ্গে যোগ দেবেন লুনিন।
রেয়ালের হয়ে দ্বিতীয় এবং সব মিলিয়ে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন কোর্তোয়া। ২০২২ সালে রেয়ালের সবশেষ ও ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল তার। ফাইনালে লিভারপুলের বিপক্ষে মোট ৯টি সেভ করেছিলেন তিনি।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২