বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে দুশ্চিন্তা
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৪৪ এএম |





ব্যথাটা পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। আজ সকালে শেষ ম্যাচের আগে ব্যথা আরও বাড়লে একাদশের বাইরে রাখা হয় তাসকিন আহমেদকে।
বিকেল নাগাদ জানা গেল, তাসকিনের শরীরের এক পাশের মাংসপেশির চোটটা মোটামুটি গুরুতরই, যা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই বাংলাদেশ দলকে রাখবে দুশ্চিন্তায়। খবরটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
খেলা দেখে বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ার আগে বিসিবি সভাপতি কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। নাজমুল হাসান সেখানেই বলেছেন তাসকিনকে নিয়ে দুশ্চিন্তার কথা। বিসিবি সভাপতি বলেন, ‘দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দিতে হবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব -এসব নিয়ে ভাবতে হবে। দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলব।’
মাঠ ছাড়ার সময় চোটের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তাসকিনের কাছেও। তিনিও তখনই নির্দিষ্ট কিছু বলতে পারেননি, ‘এখনো কিছু বলা যাচ্ছে না। পুরো রিপোর্টটা এলে বলা যাবে। ব্যথা আছে, ফিফটি ফিফটি।’
গত ওয়ানডে বিশ্বকাপ থেকে তাসকিনকে ভোগাচ্ছিল কাঁধের চোট। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন এই পেসার। বিশ্বকাপ শেষে আড়াই মাসের মতো সময় বিশ্রাম নিয়েছেন ও পুনর্বাসন করেছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ড সফরে তাই খেলা হয়নি তাঁর।
তাসকিন খেলায় ফেরেন গত বিপিএল দিয়ে। এর পর থেকে নিয়মিত খেলার মধ্যেই আছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন, এরপর জিম্বাবুয়ে সিরিজে টানা খেলেছেন প্রথম চারটি টি–টোয়েন্টি। শেষ ম্যাচে না খেলেও ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে তাসকিনই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি, সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
কিন্তু শেষ ম্যাচের আগে এসে খেলেন ধাক্কা। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিনের চোট বাংলাদেশ দলকে ফেলেছে দুশ্চিন্তায়।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২