রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
সোনালী স্পোর্টিং ক্লাবের রোমাঞ্চকর জয়
সাহাব উদ্দিন অপি।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১:০০ এএম |

 সোনালী স্পোর্টিং ক্লাবের রোমাঞ্চকর জয়
লো-স্কোরিংয়ের বেড়াজাল থেকে বেরিয়ে প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ১২ নম্বর ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে রোমাঞ্চকর জয় পেয়েছে সোনালী স্পোর্টিং ক্লাব।
গতকাল (বুধবার) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলমান কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগে সিডিএসএ (অনূর্ধ্ব-১৬)-র মুখোমুখি হয় সোনালী স্পোর্টিং ক্লাব। সোনালী স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টে খেলা এর আগের ২ ম্যাচের কোনোটিতেই ১’শ রান ছুঁতে পারেনি। তবে এবার আক্ষেপ গুছিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দাপুটে জয় নিয়ে সেমির স্বপ্ন দেখছে দলটি।
দিনের শুরুতে টসে জিতে সোনালী স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিডিএসএ (অনূর্ধ্ব-১৬)। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৩২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে সোনালী স্পোর্টিং ক্লাব।
দলের হয়ে ব্যাট হাতে ৩ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে ৩২ বলে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলে স্বপন। এছাড়া ৬ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৪৪ বলে ৪৪ রান সংগ্রহ করে সাকিল আহমেদ। ৬ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ২১ বলে ৩৩ রান করে উসমান গনি রাসেল। ১৮ রান করে আসে মাহিম ইসলাম ও রিফাত হোসেনের ব্যাটে। রাকিব করে ৮ রান, মারুফ করে ৬ রান। ২ রান করে আসে সজিব ও সিফাতের ব্যাটে।
ব্যাট শেষ বোলিংয়েও দারুণ পারফর্ম করে সোনালী স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেয় রাকিব। ২টি করে উইকেট নেয় স্বপন, আসিফ ও রিফাত। এছাড়া ফয়সাল পায় ১ উইকেট।
সোনালী স্পোর্টিং ক্লাবের দেয়া ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৮ রান পর্যন্ত করে সিডিএসএ (অনূর্ধ্ব-১৬)। সিডিএসএ এর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলে ইবনে মাহিম আসিফ। এছাড়া তানভিরের ব্যাটে ৩০, জয়ের ব্যাটে ১৯ এবং ফরহাদের ব্যাটে আসে ১৫ রান। হৃদয় ১১, আনোয়ার ৯, আলামিন ৮, নিহাল ৭, নুর মোহাম্মদ ৬ এবং ২ রান আসে দায়ান ও তানভীরের ব্যাটে।
বল হাতে সিডিএসএ (অনূর্ধ্ব-১৬) দলের হয়ে ২টি করে উইকেট পায় আসিফ ও শুভ। এছাড়া ১টি করে উইকেট পায় আল-আমিন, হৃদয়, নিহাল ও জয়।
এই ম্যাচে রোমাঞ্চকর ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় স্বপন। আজ ওয়াবদা এসির মুখোমুখি হবে কুমিল্লা স্পোর্টস একাডেমি।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২