বলিউডের ‘আইটেম ড্যান্স’-এ পরিচালকের প্রথম পছন্দ নোরা নোরা ফাতেহিকে। কানাডিয়ান এই মডেল ও গায়িকা নিজেকে বলিউডে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। কিন্তু ‘আইটেম ড্যান্স’-এ অংশ নিতে আর ভালো লাগে না নোরার। এমন খবর ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি তার ইচ্ছা প্রকাশ করেন পরিচালকের কাছে। ভিন্নভাবে নিজেকে মেলে ধরতে চান তিনি। এমন একটি সিনেমায় অভিনয় করতে চান, যেখানে তিনি বিশেষ চরিত্রে সামনে আসবেন।
পরিচালকদের কাছে নোরার অনুরোধে তিনি ‘ক্র্যাক’ সিনেমাতে বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। মূলত অ্যাকশনধর্মী সিনেমা এটি। যেখানে পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুৎ জামাল ও অর্জুন রামপাল এই সিনেমার দুই প্রধান চরিত্র।
নোরা চান পুরো সিনেমায় তিনি স্টান্ট করবেন। অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন। নোরার মতে, একজন নৃত্যশিল্পীকেও খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। দুই ক্ষেত্রেই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নোরা বলেন, ‘আমি নিজে একজন ড্যান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাকা জরুরি। আমার বিশ্বাস, আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন তা হলে আমি নিরাশ করব না। তা ছাড়া কোনো অভিনেত্রী নিজে আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব এই গণ্ডি থেকে বের হতে চাই। বিশ্বাস রয়েছে নির্মাতারা আমার এই চাওয়ার মূল্যায়ন করবেন।’
নোরার বলিউডে ‘রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস’-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র ‘টেম্পার’-এ একটি আইটেম গানে পারফর্ম করেন। ইমরান হাশমি অভিনীত ২০১৫ সালের সিনেমা ‘মি. এক্স’-এ বিশেষ ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক ২’ তে আইটেম গানে পারফর্ম করেন।