শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন নেটফ্লিক্স অভিনেত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ২:৪৫ পিএম |

৪০ কেজি গাঁজাসহ ধরা পড়লেন নেটফ্লিক্স অভিনেত্রীনেটফ্লিক্সের তারকা অভিনেত্রী ওলগা বেডনারস্কা। তিনি যুক্তরাজ্যে প্রায় ২ কোটি টাকারও বেশি মূল্যের গাঁজাসহ যুক্তরাজ্যে ধরা পড়েছেন। তার আটক হওয়ার খবরটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নেটফ্লিক্সের ‌‘টু হট টু হ্যান্ডেল’ শো দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন ওলগা বেডনারস্কা। তিনি যুক্তরাজ্যে একটি ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

এই রিয়ালিটি টিভি তারকা এরইমধ্যে আদালতে ৪০ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন।

বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। যেখানে কর্মকর্তারা দুটি সুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক সনাক্ত করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকারও বেশি।

গ্রেফতারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে। তাকে ২০ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়। সেই সাজায় উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী যদি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন তবে তাকে ২০ মাস জেল খাটতে হবে।

আদালতে বেডনারস্কা দাবি করেন, তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে। সেজন্য তাকে ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেয়া হবে। এরমধ্যে মাদক আছে তা জানতেন না তিনি।

তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারক তাকে বলেন, ‌‘আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না। এটাও একটা অন্যায়। আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন। নিজে লাভবান হওয়ার আশায় যাছাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন।’

খবর অনুযায়ী, যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয় তখন তিনি সুটকেসের কোডও জানতেন না।

ডেইলি মেইল জানিয়েছে, বেডনারস্কা প্রায় ১৬ হাজার ইউরো ঋণে ডুবে গিয়েছিলেন। তিনি তার আয় থেকে বেশি খরচ করতেন। ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা নেয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২