প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১২:৩৭ পিএম |
আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে মোহামেডান। দীর্ঘ ৯ বছর পর কোনও শিরোপা জয় করেছে ঢাকার সাদা-কালোরা। তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস।মঙ্গলবার (৩০মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মোহামেডানের জন্য শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি। এক পোস্টে ক্লাবটি লিখে, ‘১৪ বছরের অপেক্ষার অবসান হলো আজ। ফেডারেশন কাপ ঘরে তুলল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ঢাকাকে পরাজিত করে। অভিনন্দন।’
কিছুদিন আগেই টানা চতুর্থবার প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। এই শিরোপা জয়ের ফলে দেশের ফুটবলের ৭৫ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা।
উল্লেখ্য, বসুন্ধরা কিংসকে হারিয়ে এবারের ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল মোহামেডান।