চ্যাম্পিয়ন্স লিগে যদি, কিন্তুর ওপর টিকে ছিল পিএসজির নকআউট ভাগ্য। শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেই শেষ ষোলো নিশ্চিত ছিল তাদের। সেক্ষেত্রে ড্র করলে বা হারলে বিপদ। তখন তাকিয়ে থাকতে হতো এসি মিলান-নিউক্যাসল ম্যাচের দিকে। কিন্তু পিএসজি ডর্টমুন্ডের সঙ্গে ১-১ ড্র করেও শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা। সেটা সম্ভব হয়েছে ভাগ্যের স্পর্শ থাকায়। অপর ম্যাচে পিছিয়ে পড়েও এসি মিলান ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাতে দুইয়ে থাকা নিশ্চি হয়েছে ফরাসি জায়ান্টদের। 