জীবনের কোনও না কোনও সময়ে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগি আমরা সবাই। প্রতিদিন কিছু চুল স্বাভাবিকভাবেই ঝরতে পারে। তবে মাত্রাতিরিক্ত চুল ঝরে গেলে বুঝতে হবে এর পেছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। পুষ্টির অভাব, হরমোজনিত সমস্যা, মানসিক চাপ কিংবা দূষণ হতে পারে চুল পড়ে যাওয়ার কারণ। এছাড়া গর্ভাবস্থা কিংবা পরবর্তী সময়েও অনেক সময় অতিরিক্ত চুল পড়তে থাকে। কারণ বের করে এরপর সমাধান করতে হবে এই সমস্যার। তবে যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় কারণ, তবে বুঝতে হবে গোড়াতেই রয়েছে গলদ। অর্থাৎ সঠিক যত্ন হচ্ছে না চুলের। চুল পড়া রোধে মৌলিক কিছু যত্নের উপর নজর দিন।