রোববার ৮ ডিসেম্বর ২০২৪
২৪ অগ্রহায়ণ ১৪৩১
আলোচনায় আসিফ, লন্ডনে উড়াল
গান অবমুক্ত হবে ব্রিটিশ পার্লামেন্ট হাউসে!
আবুল কাশেম হৃদয়
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১১:১০ পিএম আপডেট: ১৩.০৫.২০২৪ ১১:১৭ পিএম |

আলোচনায় আসিফ, লন্ডনে উড়াল

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে সাধারণত হয় রাজনৈতিক কর্মকাণ্ড। কিন্তু এবার সেখানে হচ্ছে একটি গান অবমুক্ত করার অনুষ্ঠান। ‘চিরদিনের জীবন সঙ্গিনী’ শিরোনামের সেই গানটি গেয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পড়োয়াল।

১৫ মে সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে দুই দেশের সহযোগিতায় নির্মিত আলোচিত গানটি অবমুক্ত করা হবে ইতিমধ্যে বাংলাদেশ থেকে লন্ডন উড়ে গেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ওদিকে ভারত থেকে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পড়োয়াল।

ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা ইতিমধ্যে সংগীত শিল্পী ও সংগীত পরিচালক রাজা কাশেফ ও সঙ্গীত শিল্পী রুবাইয়াত জাহান পক্ষে বিশিষ্টজনদের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন।

আলোচনায় আসিফ, লন্ডনে উড়ালকবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। মেলোডিয়াস ডুয়েট এই গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন, আসিফের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রাহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিও তে গানটির রেকডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান সব কিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান। পেট্যামের স্পন্সরে করা গানটির কাস্টিং আসিফ আকবর ও সাবাহ বশির।

ভারতীয় সংগীতের কিংবদন্তি এ আর রাহমানের প্রায় ১৫ হাজার স্কয়ার ফিটের কে এম স্টুডিওতে গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর ইতিমধ্যে বলিউডে একটি হিন্দি সিনেমায় গান করে যাত্রা শুরু করেছেন। রেকডিংয়ের সময় তাৎক্ষনিক আরেক গানের অফার পান। দেশে ফিরে আসার পর পেয়েছেন আরো কয়েকটি গানের অফার। সে জন্য লন্ডন থেকে ফিরে আবার ২৫ মে যাচ্ছেন মুম্বাইতে। আসিফ আকবরের এমন চমকপ্রদ খবর ও ব্যস্ততা ভক্তদের মধ্যে এনেছে অন্যরকম উন্মাদনা। 

বলিউডে ইতিপূর্বে একাধিক বাংলাদেশী সংগীত শিল্পীর অভিষেক ঘটেছে। এখানে দাপুটে বিচরণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এই ইন্ডাস্ট্রিতে গান গেয়ে হইচই ফেলেন ব্যান্ড তারকা জেমসও। দীর্ঘ বিরতির পর এবার বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী এই তারকার।
সব কিছু ছাপিয়ে কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়ালের মতো পদ্মশ্রী পুরস্কার পাওয়া শিল্পীর সাথে গাওয়া গানের দিকেই এখন ভক্তদের মনোযোগ বেশি।
আলোচনায় আসিফ, লন্ডনে উড়ালসংগীত শিল্পী ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানান, পার্লামেন্ট ভবনে হয় রাজনীতি। কিন্তু এই প্রথমবার সেখানে হচ্ছে গান সংশ্লিষ্ঠ অনুষ্ঠান। এটি চাট্টিখানি কথা নয়। আর এ সবকিছুই আসিফ আকবরের প্রতি ভালোবাসা থেকে আমরা করছি।

জানা গেছে, কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল এ গানে কণ্ঠ দেওয়ার কিছুদিনের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন। নব্বইয়ের দশকে ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘দিল’, সাজনের মতো চলচ্চিত্রে গান করে তুমুল জনপ্রিয়তা পান অনুরাধা পড়োয়াল। ‘আশিকি’ ছবির গানের অ্যালবাম ২০ মিলিয়নের বেশি বিক্রি হয়। ‘নজর কে সামনে’, মুঝে নিন্দ না আয়ে’, ‘দিল হে কি মানতা নেহি’, ‘বহুত প্যায়ার করতে হ্যায়’ ইত্যাদি গান এখনো সংগীত প্রেমীদের কণ্ঠে ধ্বনিত হয়।

এদিকে বাংলাদেশে শীর্ষ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের এটি তৃতীয় গান, যা ভারত থেকে মুক্তি পাবে। ২১ বছর আগে ভারতের আরেক নন্দিত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সাথে ডুয়েট করেছিলেন আসিফ। সফল গায়িকা শ্রেয়া ঘোষালের সাথেও গান করেছেন। পাঁচ বছর আগে ভারতে আসিফের প্রথম একক গান মুক্তি পায়। ভারতের মুম্বাইয়ের গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের অঙ্গ প্রতিষ্ঠান গ্রিবস মিউজিক বাংলা ‘অভিনয়’ শিরোনামে গানটি প্রকাশ করে। দুই মিলিয়নের বেশি ভিউ হয়েছিল গানটি।

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সুরকার কবীর সুমন কণ্ঠশিল্পী আসিফের গানে মুগ্ধ হয়ে তার জন্য গান লিখেছিলেন। যা বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছে।
আলোচনায় আসিফ, লন্ডনে উড়াল













সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লা মুক্ত দিবস
নিবেদিতা স্কুল: আলোর নিচে অন্ধকার
রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয় লাকসামে হাসনাত আবদুল্লাহ
গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্ন অপ্রাসঙ্গিক
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে
কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
লালমাইয়ে দাফনের ৪ মাস পর থেকে লাশ উত্তোলন
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২