বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
৩ মাঘ ১৪৩১
২১ শতকে ম্যাচ খেলার শীর্ষে রোনালদো, চারে মেসি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৭:২৬ পিএম |

২১ শতকে ম্যাচ খেলার শীর্ষে রোনালদো, চারে মেসিবর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অবদানের স্বীকৃতি স্বরূপ দুজন সম্ভাব্য প্রায় সব পুরস্কার জিতেছেন। মাঠের পারফরম্যান্সে বর্তমানে খেলা ফুটবলারদের কেউ ধারেকাছে নেই। তাই তো দুজনকে নিয়ে তুলনা চলে হরহামেশা। পর্তুগিজ তারকা রোনালদো বর্তমানে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। যা নতুন করে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স (আইএফএফএইচএস)।


একবিংশ শতাব্দিতে রোনালদো সবচেয়ে বেশি এক হাজার ২০৪ ম্যাচ খেলেছেন। ওই তালিকার চার নম্বরে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে খেলেছেন এক হাজার ৪৭ ম্যাচ। রোনালদো পর একুশ শতকে সবচেয়ে ম্যাচ খেলার দিক থেকে দুইয়ে আছেন ব্রাজিলের ফ্যাবিও। বর্তমানে ফ্লুমিনেন্সের হয়ে খেলা এই গোলরক্ষকের ম্যাচসংখ্যা এক হাজার ২০২। এর আগে ফ্যাবিও ভাস্কো দ্য গামা ও ক্রুজেইরো ক্লাবের হয়েও খেলেছেন।

ম্যাচ খেলায় তিন নম্বরে অবস্থান আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের। বর্তমানে ধর্ষণের মামলায় রায়ের অপেক্ষায় কারাগারে দিন গুনছেন সাবেক এই বার্সা তারকা। বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের বাইরে আলভেজ বাহিয়া, সেভিয়া, জুভেন্তাস, পিএসজি, স্যান পাবলো ও পুমাসের হয়ে মোট এক হাজার ৫৬ ম্যাচ খেলেছিলেন।



৩৬ বছর বয়সী মেসি বর্তমানে ইউরোপ ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। এর আগে ক্লাব পর্যায়ে বার্সেলোনা, পিএসজিসহ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে তুলেছিলেন এলএমটেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক সবমিলিয়ে খেলেছেন ১০৪৭ ম্যাচ। স্থানীয় প্রতিযোগিতায় ৫৮৪, ন্যাশনাল কাপে ১০৪, আন্তর্জাতিক কাপে ১৭৯ এবং আর্জেন্টিনার হয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন মেসি।


চীনে রোনালদো জ্বর, মুহূর্তেই শেষ সব টিকিট
সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো 
মেসিকে ব্যালন জেতাতে লবিং করেছিল পিএসজি! 
একুশ শতকের সবার সামনে থাকা রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে। এর আগে তিনি ক্লাব পর্যায়ে দেশীয় স্পোর্টিং লিসবন, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের হয়ে খেলেছেন।

২১ শতকের সর্বোচ্চ ম্যাচ খেলেছেন যারা (এখন পর্যন্ত)

# ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ১২০৪
# ফ্যাবিও (ব্রাজিল), ১২০২
# দানি আলভেজ (ব্রাজিল), ১০৫৬
# লিওনেল মেসি (আর্জেন্টিনা), ১০৪৭
# লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া), ১০১০
# জোয়াও মোতিনহো (পর্তুগাল), ৯৯৭
# ইকার ক্যাসিয়াস (স্পেন), ৯৭৪
# সার্জিও রামোস (স্পেন), ৯৭৪
# জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন), ৯৬২
# আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), ৯৪৯












সর্বশেষ সংবাদ
ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়াটা জরুরি : প্রধান উপদেষ্টা
নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ১৫০ সুপারিশ কমিশনের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না
নাঙ্গলকোটে শিক্ষকের বিরুদ্ধে ৪ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ
কুমিল্লায় হলুদ আর সবুজে মুখরিত সরিষার মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
চৌদ্দগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২