মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির একজন কুমিল্লার
|
মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে মারা যাওয়া তিন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। এছাড়া, এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পেনাং রাজ্যে তিনজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।
|