বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩
২৩ অগ্রহায়ণ ১৪৩০
যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো চ্যাটজিপিটি নির্মাতাকে
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:০৯ পিএম |

যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো চ্যাটজিপিটি নির্মাতাকেছবি: বিবিসি
চ্যাটজিপিটির মূল কেম্পানি ওপেনআই সংস্থার নির্বাহী প্রধান ও চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, স্যাম অল্টম্যানের ওপর আর ভরসা করতে পারছে না তারা। এজন্যই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্তজার্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখেনি। এটা তার দায়িত্ব ছিলো। কিন্তু তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।  তাই অনেক পর্যালোচনার পর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। তাকেই চ্যাটজিপিটির স্রষ্টা হিসেবে চেনে বিশ্ব।

চ্যাটজিপিটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অল্টম্যানের।তাকেই চ্যাটজিপিটির স্রষ্টা হিসেবে চেনে বিশ্ব।সেই অল্টম্যানকে পদ থেকে সরালো ওপেনআই।

অল্টম্যানের দায়িত্ব আপাতত সামলাবেন সংস্থাটির উচ্চ পদস্থ কর্তা মিরা মুরাটি। পরবর্তীতে তাকে স্থায়ীভাবে সংস্থাটির সিইও নিয়োগ করা হবে।  

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক, লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং আরও কয়েক জনকে সঙ্গে নিয়ে কৃত্রিম মেধা গবেষণা সংস্থা ওপেনআই প্রতিষ্ঠা করেন স্যাম।












সর্বশেষ সংবাদ
বিজয়ের মাস
প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা অঞ্চলে ১৬ জনের আপিল
এমপি সীমার বার্ষিক আয় ৪০ লাখ ৩২ হাজার
এবার ১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
আজ কুমিল্লায় বিকাশ-এর আয়োজনে শুরু হচ্ছে তিন দিনের পেমেন্ট মেলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
এক লাখ টাকা জিতে ক্যানসার আক্রান্ত শিল্পীকে দিলেন অভিনেতা
দেড় দশক পর গান গাইলেন তিশা
মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft