তিতাস
প্রতিনিধিঃ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিতাস উপজেলা পরিষদ ও উপজেলা
প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার
আয়োজন করেছে।
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয়
সরকার’ এই স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র?্যালি বের করেন উপজেলা
পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ।
র?্যালিতে
অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার, নির্বাহী
কর্মকর্তা এ.টি.এম.মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,
প্রকৌশলী শহিদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, মো.নুর নবী,
মজিবুর রহমান, সাইফুল আলম মুরাদ, ইব্রাহীম সরকার, আরিফুজ্জামান খোকা, আলী
আশরাফ ও জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন
ভূইয়া ও সহসভাপতি আনোয়ার হোসেন। এর আগে আয়োজিত উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী
উপজেলার ৯ টি ইউনিয়ন স্টলসহ স্থানীয় সরকার সংশ্লিষ্ট অধিদপ্তরের স্টল
পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও নির্বাহী
কর্মকর্তা এ.টি.এম.মোর্শেদ।
মঙ্গলবার বিকেল এই উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী উপস্থিত থাকার কথা রয়েছে।