বিভিন্ন
ধরনের চায়ের মধ্যে গ্রিন টি বা সবুজ চা মানবদেহের জন্য বিশেষ উপকারী
হিসাবে প্রমাণিত হয়েছে। যদিও অনেকেই এর তেতো স্বাদের জন্য গ্রিন টি এড়িয়ে
যান। আবার অনেকেই মনে করেন শুধু ওজন কমানোর জন্যই গ্রিন টি খাওয়া প্রয়োজন।
যা মোটেও সঠিক নয়। গ্রিন টি নিয়মিত পান করার অভ্যাস মানবদেহের ইমিউন
সিস্টেমকে শক্তিশালী করে। 