প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ২:৫০ পিএম |
সংগৃহীত
তুরস্কে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। এরদোগানের বিজয়ে বেশ উচ্ছ্বসিত ফিলিস্তিন ও গাজা উপত্যকাবাসী। মধ্যপ্রাচ্যে সংকটে থাকা গাজাবাসী ও ফিলিস্তিনিরা এরদোগানের ও তুরস্ককে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে আসছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি অবরোধে থাকা ভূখণ্ডটির খান ইউনিস, গাজা সিটিসহ বিভিন্ন শহরের বাসিন্দারা গাড়িতে এরদোগানের ছবি ও তুরস্কের পতাকা টানিয়ে জয় উদযাপন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এরদোগানের নামে স্লোগান দেন।
দেশটিতে চলছে উৎসবের মতো আমেজ। আরবের ঐতিহ্যবাহী মিষ্টান্ন কুনাফেহর দোকানগুলো থেকে পথচারীদের মধ্যে মিষ্টিজাতীয় খাবার বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকে তুরস্কের পতাকা ও এরদোয়ানের ছবি সংবলিত কুনাফেহর বিশেষ ট্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক করার পরেও এরদোগানকে বিশ্বস্ত মিত্র ভাবেন ফিলিস্তিনিরা। তুরস্কে হাজার ফিলিস্তিনির বাস, যাদের অনেকেই গাজা উপত্যকা থেকে দেশটিতে আশ্রয় নিয়েছেন।
তুরস্কে রোববার (২৮ মে) অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে একে পার্টির প্রধান এরদোগান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) প্রধান কামাল কিলিচদারোলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।
উল্লেখ্য, গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কিলিচদারোলুর চেয়ে এগিয়ে থাকলেও অল্প ভোটের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি এরদোগান। এতে করে ভোট গড়ায় দ্বিতীয় দফায়।
সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল