বুধবার ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯
কান্দিরপাড়ে চলছে না রিকশা সিএনজি-ইজিবাইক
মানুষের মধ্যে বিরক্তি নাই: পুলিশ সুপার
জহির শান্ত:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১:৩৭ এএম |

কান্দিরপাড়ে চলছে না রিকশা সিএনজি-ইজিবাইক

কুমিল্লায় যানজট নিরসনে দেশওয়ালীপট্টি থেকে কান্দিরপাড় পর্যন্ত রিকশা ইজিবাইক সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু প্রাইভেট যানবাহন(কার ও মাইক্রোবাস) ও পথচারীরা চলাচল করেছেন এই পথে। এই কার্যক্রম সফল করার জন্য  সকাল থেকে কান্দিরপাড় এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমন্বিত সিদ্ধানেত এই সড়কে কোন থ্রি হুইলার চলবে না। যেসব যানবাহন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কান্দিরপাড় আসার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীতে যানজট নিরসনে এসব কার্যক্রম চলমান থাকবে।
কান্দিরপাড়ে চলছে না রিকশা সিএনজি-ইজিবাইকসকাল থেকেই দেশওয়ালীপট্টি মোড় থেকে পূবালী চত্বর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। এই সড়কে শুধু ইঞ্জিনচালিত প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট যান চলাচল করে।  পথচারীদের হাঁটা চলাফেরার সুবিধার জন্য ফুটপাত ও রাস্তা থেকে হকার ও দোকানের অতিরিক্ত মালামাল অপসারণ করা হয়। এসময় কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যা খোকন পুলিশ সুপারের সাথে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, দেশওয়ালীপট্টি থেকে কান্দিরপাড়ে রিকশা ইজিবাইক সিএনজি চলাচল না করায় সাধারণ মানুষের মধ্যে বিরক্ত নাই। সাধারণ মানুষ খুব স্বাভাবিক ভাবে হেঁটে হেঁটেই বাজার সদাই ও শপিং করছেন। তারা হাঁটতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
তিনি আরো বলেন, কুমিল্লা যেহেতু একটি ক্রমবর্ধমান নগরী। মানুষ বাড়লেও এখানে রাস্তাঘাট বৃদ্ধির কোন সুযোগ নাই। তাই আমাদের এই সব কিছুর মাঝ থেকেই সাধারণ মানুষের স্বস্তির বিষয়টি খুঁজে বের করতে হবে।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যা খোকন বলেন, আমরা বাজার ও দোকান মালিক সমিতি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। সবাই এই বিষয়টিতে একমত আছেন। আস্তে আস্তে আমাদের এই সড়কে অভ্যস্ত হতে হবে। আমরা চাই সড়ক হকার মুক্ত হোক। কান্দিরপাড় থেকে দেশওয়ালীপট্টি পর্যন্ত সড়কে রিকশা-সিএনজি-ইজিবাইক চলাচল বন্ধ রাখতে আমরাও পুলিশসকে সহযোগিতা করবো।
এদিকে কান্দিরপাড় এলাকায় বেশ কয়েকজন পথচারীর সাথে কথা বলে এই সড়কে রিকশা সিএনজি ইজিবাইক বন্ধে মিশ্র প্রতিক্রিয়া জানা গেছে। তবে অনেকেই এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেছেন, যদি নিয়মমত এই সিদ্ধান্ত প্রশাসন সবাইকে প্রতিপালন করায় তাহলে সবাই এতে অভ্যস্ত হবে। কেউ কেউ এই সিদ্ধান্তে কঠোর হবার জন্য অনুরোধ করেন প্রশাসনের প্রতি। তবে এই রাস্তায় যান চলাচল সীমিত করায় যেন অন্য সড়কে যাননজট সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানা। এদিকে বেশিরভাগ ইজিবাইক মিশুক সিএনজি চালকরা- ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন-  চালকদের আয় কমে যাবে। তবে প্রশাসন না চাইলে কিছু করার নেই।
কুমিল্লা জেলা ট্রাফিক পরিদর্শক জিয়াউল হক টিপু বলেন, আমার যে রাস্তাটিতে রিকশা ইজিবাইক সিএনজি চলাচল নিষিদ্ধ করেছি সেখানে যেন কেউ হুটহাট প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখছি। সাধারন মানুষও যেন ভোগান্তিতে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। আমাদের এই কার্যক্রমটি সফল করতে হলে- একা পুলিশ বিভাগ কাজ করলে হবে না। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৭৯০ পরিবার ভূমিসহ ঘর পাচ্ছে আজ
দাউদকান্দিতে নারীর লাশ উদ্ধার
হত্যা হত্যাকাণ্ডের ১০ বছর পর পলাতক আসামি কারাগারে
পুরো শহরেই যানবাহনের জটলা
শওকত মাহমুদকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমলো হজের খরচ
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
সোনার দাম কমলো
শওকত মাহমুদকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
দাউদকান্দিতে নারীর লাশ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft