ঢাকাকে ১০৮ রানে আটকে দিল খুলনা
|
![]() খুলনার টাইগার্সের বিপক্ষে দিনের শেষ ম্যাচে রীতিমত অসহায় লেগেছে ঢাকা ডমিনেটরসকে। এভাবে বললেও বোধহয় ভুল হবে না, এক স্পিনার নাহিদুল ইসলামের কাছেই ঢাকার ব্যাটারদের অসহায় আত্মসমার্পণ। কারণ এই স্পিনার নিয়েছেন ৪ উইকেট, ২ মেডেনসহ রান দিয়েছেন মোটে ৬। মিরপুর শের-ই বাংলার মাঠে মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে সিঙ্গেল ডিজিটে ফিরেছেন ঢাকার টপ অর্ডারের ব্যাটাররা। ঢাকার ইনিংসের রান সংখ্যা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোনের ডিজিটের মতোই। মিজানুর রহমান (১) উসমান ঘানি (০) মোহাম্মদ মিঠুন (০) এ্যালেক্স ব্লেক(৩) নাসির হোসেন (৫) আরিফুল হক (৩) আমির হামজা (১) আল আমিন (১০)। তাসকিন আহমেদ করেন ১২ রান। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান। খুলনার হয়ে নাহিদুল ৪ উইকেট ছাড়াও নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ নিয়েছেন ১ উইকেট। |