গত
বছরের সেপ্টেম্বরে নিরাপত্তা হুমকির অজুহাতে পাকিস্তানের মাটিতে ওয়ানডে
সিরিজ না খেলেই দেশে ফিরেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। হঠাৎ করে সিরিজ না
খেলে দেশে ফেরত যাবার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এবার তারা
ক্ষতিপূরণ দিচ্ছে। ক্ষতিপূরণের অংকটা অবশ্য জানায়নি দুই দশের ক্রিকেট
বোর্ড।
১৮ বছর পর ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সফরে
তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু ওয়ানডে
সিরিজ মাঠে গড়ানোর মাত্র এক ঘণ্টা আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল
করে দেশে ফিরে যায় কিউইরা। ওই সিরিজের পরই ইংল্যান্ডের নারী ও পুরুষ দলের
পাকিস্তান সফরের সূচি ছিল। নিউজিল্যান্ডের সফর বাতিল করায় ইংল্যান্ডও আর
পাকিস্তান সফরে যায়নি।
দুটি সিরিজ বাতিল হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির
সম্মুখীন হয়েছিল পিসিবি। তাই পিসিবিকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউজিল্যান্ড
ক্রিকেট। শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণই নয়, গত বছরের সিরিজ বাতিল করায় পাঁচ
মাসের ব্যবধানে দুই বার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। ২০২২ সালের
ডিসেম্বরে এবং ২০২৩ সালের এপ্রিলে তারা পাকিস্তান সফর করবে। ২০২২ সালের
ডিসেম্বরে পাকিস্তানের মাটিতে দুই টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে
নিউজিল্যান্ড। পরের বছর এপ্রিলে দুই দল পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
খেলবে।