ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলা উন্নয়ন তহবিল হতে সেলাই মেশিন বিতরণ
Published : Friday, 30 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলা উন্নয়ন হতবিল খাত হতে প্রাপ্ত গরির অসহায় দু:স্থদের মাঝে গত ২৮ সেপ্টেম্বর বুধবার বুড়িচং উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক হল রুমে সেলাই মেশিন বিতরণ করা হয়। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার। বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ৯ ইউনিয়নের ১০০ জন গরিব অসহায়দের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা
শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপসকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম ও মো.মোতাহের হোসেন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আ: রহিম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মাস্টার প্রমুখ।