ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক
Published : Friday, 30 September, 2022 at 12:00 AM, Update: 29.09.2022 11:55:41 PM
বুড়িচংয়ে আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকসৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  ||
মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের নির্মাণাধীন চলমান ঘরের কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আল ইমরান মোর্শেদ।
ঘরের নির্মাণাধীন চলমান কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, সচিব মোঃ লিয়াকত আলী, ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন সাংবাদিক, অহিদুর রহমান, আবাদ মিয়া, জসিম উদ্দিন, শাহ আলম, আব্দুল জলিল, ইউপি তহশিলদারসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।