বুড়িচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
Published : Friday, 30 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কেক কাটা এবং দোয়ার আয়োজন করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের নির্দেশনা অনুযায়ী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বর্তমান যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম ভুইয়া, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, বিআরডিবি চেয়ারম্যান যুবলীগ নেতা শরীফুল ইসলাম ভুইয়া, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুবলীগ নেতা মোঃ জসীম উদ্দিন, সাবেক ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল, যুবলীগ নেতা আরিফুল ইসলাম ঠিকাদার, রাজাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ওমর ফারুক মেম্বার, বাকশীমুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আল হেলাল, যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান, পীরযাত্রাপুর ইউনিয়ন যুবলীগ নেতা আবু হাসান, ভারেল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মেম্বার অহিদুর রহমান অকি, যুবলীগ নেতা মনির মেম্বার, তুহিন, ফারুক, স্বপন দেওয়ান, সফিক, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কামরুজ্জামান মিঠু, সদস্য স্বপন দাদা, সদস্য রানা, ছাত্রলীগের ইঞ্জি. সোহেল, হাবিবুর রহমান হাসান, রাকিব, শরিফ, আলমগীর, তোফায়েল, ইমন, রাহাতসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।