ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময়
Published : Friday, 30 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের সাথে ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জের নিজ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এডভোকেট আবদুল আলীম খান, সৈয়দ আহমেদ লাভলু, মশিউর আলম সোহাগ, বিল্লাল হোসেন সরকার, ইসমাইল নয়ন, আব্দুল কুদ্দুস, গোলাম মুস্তফা, রেজাউল হক শাকিল, আনোয়ারুল ইসলাম, মোঃ অপু খান চৌধুরী, আতাউর রহমান, ফারুক আহমেদ, গাজী রুবেল, মোহাম্মদ বাসির ও সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, শরিফ খান আকাশ প্রমুখ।
সভায় নবাগত ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, পুলিশ এবং সাংবাদিক পরস্পরের সহযোগী। আর সাংবাদিক হলো সমাজের দর্পণ। আমরা চাই পুলিশ এবং সাংবাদিক মিলেমিশে কাজ করে ব্রাহ্মণপাড়া থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা। এ ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমিও আপনাদের কাছ থেকে সহযোগিতা নিব।