Published : Friday, 30 September, 2022 at 12:00 AM, Update: 29.09.2022 11:55:34 PM

সৌরভ মাহমুদ হারুন ||
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সাবেক সফল সদস্য হাজী মোঃ তারিক হায়দার (হাতী প্রতীকের) বুড়িচং সদর ইউনিয়ন পরিষদে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল হক।
জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হাজী মোঃ তারিক হায়দার সদর ইউনিয়নের চেয়ারম্যান, সকল মেম্বার ও মহিলা সদস্যদের নিকট ভোট চেয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি বিগত সময় বুড়িচং - ব্রাহ্মণপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথেষ্ট অবদান রেখেছি। আমি কোন ধরনের বেআইনি বা অবৈধ কাজ করিনি, যথাযথ নিয়মতান্ত্রিক ভাবে কাজ করেছি। আমি সামনে ও যেন নিয়মতান্ত্রিক ভাবে সরকারের এবং জনগণের জন্য সকল উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করতে পারি সেজন্য সকল ভোটারগণ আপনাদের মূল্যবান ভোট আমি চাই। আপনাদের ভোট প্রার্থনা করছি। আমাকে পুনরায় ভোট দিয়ে আরও একবার সদস্য নির্বাচিত করে দেন অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার।
এসময় আরও বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রশিদ পেপার, মোঃ শাহ জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ময়নামতি ইউপি সদস্য মোঃ হাবিউল ইসলাম হুবুল, বাজার ব্যবসায়ী নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের সচিব আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য যথাক্রমে মোঃ জসিম উদ্দিন, তাজুল ইসলাম মুকসু, মন্তাজ উদ্দিন, এনামুল হক মাসুদ, সফিকুল ইসলাম, মোঃ মামুন, এরশাদ ভূইয়া, মহিলা সদস্য নুর নাহার, জাহানারা বেগম ও সাহেরা খাতুন প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।