সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অসীম--অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, সকল ধর্ম ও বর্ণ বৈষম্য দূর করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের ভূমিকা অসীম।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ওরিয়েন্টশন কোর্স ও সাম্প্রদায়িক সম্প্রীতি ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, মানুষ রোগ মুক্তির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সর্বোচ্চ উপদেশ বলে বিশ্বাস করেন। অপরদিকে, ধর্মীয় বিধান ও রীতিনীতি এবং মানুষের পথচলায় মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও আলেমদের উপদেশগুলোকে মানুষের জীবন চলার পাথেয় বলে বিশ্বাস করেন। সুতরাং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাুদ্দীন খাঁন।
ইসলামী ফাউন্ডেশন চান্দিনা উপজেলা পরিদর্শক মাও. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, ইমাম মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নজির আহমেহ, মাওলানা মহিদুল্লাহ প্রমুখ।