চান্দিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ব্যাপক উৎসহ ও আনন্দঘন পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল থেকে চান্দিনা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মুনাজাত ও কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
বিকাল ৪টায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন আক্তার, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জলিল প্রমুখ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় একই কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।