একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ-এমপি রাজী ফখরুল
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
এমপি রাজী ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাঁর দ্বারাই বাংলাদেশের এত উন্নয়ন সম্ভব হয়েছে। যদি আরও উন্নয়ন আগামীতে শেখ হাসিনার নৌকায় ভোট দাও। গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিচ্ছেন; এমন প্রধানমন্ত্রীর জন্য আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। আসুন সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখি।
দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মোস্তফা কামাল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, সহসভাপতি শেখ আবদুল আওয়াল, আবদুল মতিন মুন্সি, উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো.একেএম মনিরুজ্জামান মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, এজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম সফিকুল আলম (ভিপি কামাল), পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম সফিউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, জেলা পরিষদ সদস্য প্রার্থী মো. বাবুল হোসেন রাজু, মো.আবুল বাসার সরকার, মোস্তাফিজুর রহমান, নারী সদস্য প্রার্থী শিরিন সুলতানা, শাহীনুর লিপি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি আনন্দ র্যালি বের হয়। আনন্দ র্যালিটি দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম থেকে শুরু হয়ে নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়।