ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় দলিল লিখকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক মো. ইব্রাহীম খলিল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দলিল লিখক সংগঠন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা-রামমোহন সড়কের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ওই মানববন্ধন করে তারা। এসময় হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
চান্দিনা দলিল লিখক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে কথা বলায় গত ২৪ সেপ্টেম্বর রাতে চান্দিনার মাইজখার ইউনিয়নের কালেমসার গ্রামের দলিল লিখক মো. ইব্রাহীমের এর উপর হামলা চালায় মাদকাসক্ত একদল সন্ত্রাসী। এতে মারাত্মক আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহীম খলিল।
চান্দিনা সাব-রেজিস্টার মো. আবু বক্কর ছিদ্দিক জানান, যদিও ঘটনাটি আমাদের অফিস এলাকায় ঘটেনি তারপরও আহত ইব্রাহীম খলিল আমাদের সাব-রেজিস্ট্রি অফিসের একজন সদস্য। সেই হিসেবে আমরা ওই হামলার প্রতিবাদ জানাই।
মানববন্ধনে বক্তৃতা করেন চান্দিনা দলিল লিখক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাজেদুল ইসলাম, উপদেষ্টা আব্দুল ওয়াদুদ, দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিয়াজী, আব্দুস ছালাম, মসজিদের খাদেম দুলাল মিয়া, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, দলিল লিখক আশিকুর রহমান, বোরহান উদ্দিন, রুবেল, মোস্তফা কামাল, মোশারফ, গোলাম মোস্তফা ভূইয়া, মো. সেলিম হোসেন, মো. কবির আহমেদ, ইব্রাহীম ভেন্ডার, আবুল হোসেন, মাহবুব ভূইয়া, গোলাম সাদেক, গোলাম রসুল, তারেকুল ইসলাম, জয়নাল আবেদীন, মেহেদী হাসান, মনির হোসেন, রায়হান ভূইয়া, গিয়াস উদ্দিন, মোছাদ্দেক হোসেন, মোবারক হোসেন, হারুনুর রশিদ সরকার, হারুন-অর রশিদ, নূরুল ইসলাম, নাঈম মাহমুদ প্রমুখ।